পাঁচগাঁও অটো ব্রিকস্ লিমিটেড ২০১১ সালে ঢাকার অদূরে টাংগাইল জেলায় মির্জাপুর থানার পাঁচ গাঁও এ ১২ একর সম্পূর্ন নিজস্ব জমির উপর একদল পরিশ্রমী ও সম্ভাবনাময়ী শিল্প উদ্দোগতাদের সমন্বয়ে প্রতিষ্ঠিত হয়। অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে অধিক লোকের কর্মসংস্থান, পরিবেশের ভারসাম্য রক্ষা ও স্বনির্ভর বাংলাদেশ গঠনে ক্ষুদ্র ভূমিকা পালন – এই লক্ষ্য গুলোকে সামনে রেখেই পাঁচগাঁও অটো ব্রিকস্ লিমিটেড এর পদচারণা শুরু হয়। অফিস ও মাঠ পর্যায়ে প্রায় ২০০ জন লোকের কর্মদক্ষতায় বাংলাদেশে একমাত্র আমরাই সম্পূর্ন কোরিয়ান প্রযুক্তিতে ইট উৎপাদন করে থাকি যা অন্যান্য ইট হতে বেশী চাপ সহ্যকারী, মজবুত, শক্ত ও দীর্ঘস্থায়ী। সর্বোচ্চ পেশাদারিত্ব বজায় রেখে অভিজ্ঞ ও পর্যাপ্ত লোকবল দিয়ে পরিচালিত পাঁচগাঁও অটো ব্রিকস্ লিমিটেড প্রতিদিন ১০০০০০ ইট উৎপাদনের স্বক্ষমতা নিয়ে ধীরে ধীরে দেশের অন্যতম সেরা ইট উৎপাদনকারী প্রতিষ্ঠানে পরিণত হচ্ছে।
● Honesty
● Commitment
● Hard Work
● Team Work
● Professionalism
● Quality
● Mutual Benefit
Our Products